টাচলেস ভিসা প্রসেসিং সার্ভিস

 

স্টিকার ভিসা’র টাচলেস ভিসা প্রসেসিং সার্ভিস মূলত কভিড-১৯ এ ক্লায়েন্টদের সুবিধার জন্য কাস্টমাইজ করা হয়েছিল।
তবে আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষত্রেও আপনি আমাদের এই সার্ভিসটি নিতে পারবেন।

 sticker visa services

টাচলেস ভিসা প্রসেসিং সার্ভিস কিভাবে কাজ করে?

আপনি আমাদের সার্ভিসের আন্ডারে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার কেস অনুযায়ী আমাদের একজন কনসালট্যান্ট আপনার জন্য একটি কাস্টমাইজড চেকলিস্ট দিবে। আপনার চেকলিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসের স্ক্যান কপি আমাদের মেইল করে দিবেন। এছাড়া পাসপোর্ট এবং অন্যান্য যেসব ডকুমেন্ট অরিজিনাল প্রয়োজন, সেগুলো আপনি আমাদের অফিসে কুরিয়ার করে দিতে পারবেন। এরপর আপনার ভিসা প্রসেসিং শুরু করার জন্য আমাদের কনসালট্যান্ট আপনাকে ধাপে ধাপে গাইড করা শুরু করবে এবং শেষ পর্যন্ত আপনাকে গাইড করবে।

Touchless Visa Processing Service

কিভাবে আমাদের সার্ভিস পারচেজ করবেন?

আমাদের প্রত্যেকটি সার্ভিসই পেইড সার্ভিস। আমাদের সার্ভিস পারচেজ করার জন্য কল করুন +8801841120155 অথবা আপনার প্রোফাইল সহ আমাদের মেইল করুন connect@stickervisa.com

স্টিকার ভিসা যেকোন দেশের ভিসা প্রসেসিং সাপোর্ট এবং কনসাল্টেশন প্রদান করে। আমাদের অন্যান্য সার্ভিসের জন্য ক্লিক করুন https://bn.stickervisa.com/services/

আমরা যেসব দেশের ভিসা প্রসেসিং সার্ভিস দেই তা জানতে ক্লিক করুন https://bn.stickervisa.com/countries/

sticker visa  স্টিকার ভিসা