স্টুডেন্ট ভিসা সল্যুশন

স্টিকার ভিসা স্টুডেন্ট সেকশন

আপনি নিশ্চয়ই ইন্টারনেটে স্টাডি ভিসা সম্পর্কিত তথ্য খুঁজছেন! চিন্তা করবেন না, আপনি সঠিক জায়গায় এসেছেন।

স্টিকার ভিসা’র স্টুডেন্ট সেকশন এক্সপার্টদের টিম যা আপনাকে নির্ভুল এবং নিরপেক্ষ স্টাডি ভিসা সম্পর্কিত পরামর্শ প্রদান করে।

আপনি যদি অফিসিয়ালি আমাদের সাপোর্ট নিতে চান, তাহলে আপনার অফার লেটার থেকে শুরু করে ভিসার প্রসেসিং পর্যন্ত সকল কাজ স্টিকার ভিসা করে দিবে। ফলে আপনাকে আপনার ভিসা প্রসেসিং এর ব্যাপক প্রসেস এর জন্য সময় ব্যয় করতে হবে না।

আমরা আপনাকে সেরা কোর্স এবং প্রতিষ্ঠান বেছে নিতে সাহায্য করবো। এমনকি আপনার পছন্দের প্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে এবং ভর্তি করতে আমরা সাহায্য করবো।

 

কিভাবে আপনি ‘স্টিকার ভিসা’ থেকে সম্পূর্ণ ভর্তি এবং ভিসা সাহায্য পাবেন

১. প্রথমেই আপনাকে এই পেজটির শেষ পর্যন্ত বিস্তারিত পড়তে হবে। আপনি যদি আমাদের থেকে ভর্তি এবং ভিসা প্রসেসিং এর জন্য সাপোর্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের একটি অ্যাপয়নমেন্ট নিয়ে আমাদের অফিসে আসতে হবে। আমাদের অফিসে আসার পর আপনাকে আমাদের সাথে একটি নূন্যতম ফি পেমেন্ট করে রেজিষ্টার্ড হতে হবে এবং এরপর আমরা অফিসিয়ালি আপনার প্রসেস শুরু করবো। মনে রাখবেন, আমাদের ফি নন রিফান্ডেবল।

দ্রষ্টব্য; আমরা ফোন কল বা ইমেইলের মাধ্যমে কোন তথ্য প্রদান করি না।

২. আমাদের সাথে রেজিষ্টার্ড হওার পর আমরা আপনার প্রোফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনার ডকুমেন্টসগুলো যাচাই করবো।

৩. আপনার প্রোফাইল মূল্যায়ন করার পর আমরা আপনার ভর্তি এবং ভিসা সংক্রান্ত বিষয়ে গাইড করবো এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো।

 

আমরা বর্তমানে ভিসা সংক্রান্ত যেসকল সার্ভিস দিচ্ছি তা জানতে ক্লিক করুন https://bn.stickervisa.com/services/

আমরা যেসব দেশের ভিসা সার্ভিস প্রদান করি তা জানতে ক্লিক করুন https://bn.stickervisa.com/countries/

stickervisa bangladesh

আমরা প্রধানত যেসব সমাধান দেই

১. আপনার পছন্দের প্রতিষ্ঠানে ভর্তিঃ আমরা আমাদের স্টুডেন্টদের প্রয়োজনীয়তা অনুযায়ী তার উপযুক্ত কোর্সে ভর্তি করার জন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বা প্রয়োজনীয় ডকুমেন্টসের ব্যবস্থা করার জন্য প্রতিটি ধাপে শিক্ষার্থীকে সঠিক নির্দেশনা দিব।

২. ভিসা আবেদনের জন্য ডকুমেন্টস প্রস্তুতঃ আপনি আপনার প্রতিষ্ঠান থেকে অফার লেটার পেয়ে গেলে, আমরা ভিসা প্রসেসিং এর জন্য প্রযোজ্য ডকুমেন্টস এর পরামর্শ দিব এবং সকল ফর্ম, লেটার এবং আর্থিক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দিব।

৩. ভিসা অ্যাপ্লিকেশন জমা এবং প্রসেসিংঃ ভিসা অফিস বা অ্যাম্বাসি যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে আমরা আপনার পক্ষ থেকে আপনার ফাইলটি ভিসা অফিস বা অ্যাম্বাসিতে জমা দিব এবং আপনার ভিসা রেজাল্ট হওয়ার পর পুনরায় আপনার ফাইলটি বাংলাদেশে আপনার কাছে পৌঁছে দিব।

 

আমাদের সার্ভিসের সময়কাল

আমরা আপনার ভর্তির শুরু থেকে আপনার ভিসা প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত আপনাকে সাপোর্ট দিব। যেহেতু স্টাডি ভিসা’র প্রসেস একটু লম্বা সময়, তাই আমরা সাজেস্ট করি প্রসেস শুরু করার আগে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকা উচিত।

 

আমরা অনুরোধ করবো, আপনি সবকিছু যাচাই করে আমাদের সার্ভিস নিন। তাই আমাদের শর্তাবলীর জন্য নিচের লিঙ্কগুলো পড়ুনঃ

১. ভিসা প্রসেসিং এর জন্য – https://bn.stickervisa.com/processingterms/

২. ব্যাপক কনসাল্টেশনের জন্য – https://bn.stickervisa.com/consultationterms/

৩. ইন্সট্যান্ট কনসাল্টেশনের জন্য – https://bn.stickervisa.com/instantterms/

student visa solution

আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের সার্ভিস নেয়ার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপয়নমেন্টের মাধ্যমে আমাদের অফিসে আসতে হবে। অ্যাপয়নমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন ০১৮৪১১২০১০০ অথবা ০১৮৪১১২০১৫৫  নাম্বারে।