মরিশাস ভিসা
মরিশাসের ভিসার প্রসেসিং এর জন্য এখন আর আপনাকে ভারতে যেতে হবে না। স্টিকার ভিসার মাধ্যমে আপনি আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকেই মরিশাসের ভিসা প্রসেস করতে পারবেন। আপনি শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস আমাদের ঢাকার মিরপুর ডিওএইসএস অফিসে জমা দিবেন এবং আমরাই সেগুলো পরবর্তীতে নিউ দিল্লি, মরিশাসের দূতাবাসে পাঠিয়ে দিব।
মরিশাস ভিসার জন্য কি ডকুমেন্ট লাগে
ভিসা ক্যাটাগরি
১.টুরিস্ট ভিসা
২.বিজনেস ভিসা
৩.ফ্যামিলি/ফ্রেন্ড ভিসা
৪. স্টাডি ভিসা
৫.ট্রেইনিং ভিসা
৬.ওয়ার্ক পারমিট ভিসা
৭.ইনভেস্টর ভিসা
৮.স্পাউজ ভিসা
৯.প্রিমিয়াম ভিসা
মরিশাসের সকল ভিসা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিজনেস ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১.আবেদনকারীর মরিশাসে থাকার অনুমতি চেয়ে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ পাসপোর্ট থাকতে হবে
২.দুটি ভিসা ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে যা আপনি আমাদের অফিসেই পাবেন
৩.দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
৪.ভ্রমণের কারণ উল্লেখ করে ভ্রমণ পরিকল্পনাসহ কভার লেটার
৫.পিএনার সহ রাউন্ড এয়ার টিকিট বুকিং কপি
৬.গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
৭.ক্রেডিট কার্ড স্টেটমেন্ট কপি (যদি থাকে)
৮.হোটেল ম্যানেজার স্বাক্ষরিত হোটেল লেটার প্যাড থেকে হোটেলের নিশ্চিত বুকিং
৯.স্পন্সরের নাম,ঠিকানা,সম্পর্ক উল্লেখিত ইনভাইটেশন লেটার
১০.ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে আমন্ত্রনকারীর একটি ইনভাইটেশন লেটার।
১১.জমা দেয়ার জন্য অনুমোদন চিঠি যা আমাদের অফিসে স্বাক্ষর করতে হবে
নোট আবেদনকারীর অতিরিক্ত ডকুমেন্টস লাগতে পারে বা ভিসা অফিসার দ্বারা ব্যাক্তিগত ইন্টারভিউ এর জন্য জিজ্ঞাসা করা হতে পারে।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফর্ম পূরণ করা বা যেকোনো ডকুমেন্টস প্রস্তুত করার জন্য আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজড অ্যাড অন সেবা নিতে পারেন।
ভিসা ফি এবং চার্জ
ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেয়ার তারিখ থেকে আনুমানিক ৩ থেকে ৬ সপ্তাহ।
মরিশাস স্টুডেন্ট ভিসা
বাংলাদেশ থেকে খুব সহজেই আমরা মরিশাস স্টুডেন্ট ভিসার প্রসেসিং করে দেই। আপনি যদি ভিসা প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকেন তবে আমরা আপনাকে যেকোন সাহায্য দিতে প্রস্তুত। আপনি ঢাকায় আমাদের মাধ্যমে ভিসা আবেদন করলে আমরা তা নতুন দিল্লিতে মরিশাস দূতাবাস থেকে প্রসেস করে আনবো। এছাড়াও যেকোন বিষয়ে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের অফিসে অবশ্যই আপনাকে অ্যাপয়নমেন্ট নিতে হবে। অ্যাপয়নমেন্টের জন্য ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
মরিশাস ভিসা প্রসেসিং