মালি ভিসা
আপনাদের জন্য আরেকটি সুযোগ নিয়ে এলো স্টিকার ভিসা টিম! আপনার মালি সফরের জন্য এখন আর ভারতে নিউ দিল্লি যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ থেকেই আপনার মালির ভিসা প্রসেস করতে সাহায্য আমাদের স্টিকার ভিসা টিম। আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের দক্ষ টিমকে পাঠিয়ে দিন।
মালি ভিসা প্রসেসিং সেন্টার
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. সকল অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি*৪৫মিমি,সাদা ব্যাকগ্রাউন্ড,বর্ডার ছাড়া )।
৩. মালি কোম্পানি থেকে আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার ( কোম্পানির লেটারপ্যাডে আমন্ত্রণকারী/হোস্টের বিশদ বিবরণ উল্লেখ করতে হবে )।
৪. বাংলাদেশী কোম্পানি থেকে কভার লেটার ( অ্যাপ্লিকেন্টের নাম,নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার ইত্যাদি উল্লেখযোগ্য )।
৫. ইয়েলো ফিভার ভ্যাক্সিন সার্টিফিকেট ( যাদের ভ্যাক্সিন দেয়া নেই তারা ঢাকায় ভালো মানের ভ্যাক্সিন সেন্টার থেকে দিয়ে নিতে পারবেন )।
৬. এয়ার টিকেট বুকিং কপি ( শুধুমাত্র বুকিং কপি )।
মালি ভিসা প্রসেস করুন বাংলাদেশ থেকে
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত জমা দেয়ার তারিখ থেকে সাধারণত ২-৩ সপ্তাহ ধরা হয়।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
মালি ভিসা প্রসেস করুন বাংলাদেশ থেকে