লেবানন ভিসা
লেবানন দূতাবাস ভারতের নিউ দিল্লিতে হওয়ার কারণে বাংলাদেশি নাগরিকদের লেবানন ভিসার সম্পূর্ণ সমাধান দিচ্ছে স্টিকার ভিসা। আপনার ব্যক্তিগতভাবে ভারতের দূতাবাসে যাওয়া ছাড়াই লেবানন ভিসার সম্পূর্ণ প্রসেস করে দিবে স্টিকার ভিসা টিম।
আপনার ডকুমেন্টস এবং পাসপোর্ট আমরা রিসিভ করার পর তা নিউ দিল্লিতে লেবানন ভিসা অফিসে পাঠিয়ে দিব।
নিউ দিল্লিতে লেবানন দূতাবাস লেবানন প্রজাতন্ত্রে প্রবেশের জন্য সব ধরনের ভিসা জারি করে থাকে। আপনার ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে আমরা সব ধরনের ভিসা প্রসেসিং সাপোর্ট দিয়ে থাকি।
প্রয়োজনীয় ডকুমেন্ট :
১.আবেদনের তারিখ থেকে নূন্যতম ছয় মাসের মেয়াদি পাসপোর্ট এবং আগের সকল পাসপোর্ট।
২. ভিসা আবেদনপত্র যা আমরা আপনাকে করে দিব।
৩.কভারিং লেটার : আবেদনকারীর নিজ সম্পর্ক,তার পেশা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করতে হবে।
৪.২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৫.অরিজিনাল ইনভাইটেশন লেটার: আমন্ত্রিত ব্যক্তির নাম,থাকার জায়গা, উদ্দেশ্য এবং লেবাননের স্পষ্ট ঠিকানার বিবরণীসহ ব্যবসা/কোম্পানী থেকে ইনভাইটেশন লেটার।
৬. লেবাননে কোম্পানির নিবন্ধন সার্টিফিকেট।
৭. টিকেট এবং হোটেল বুকিং কপি।
৮. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ :
ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং সময় :
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ৩-৪ সপ্তাহ সময় লাগতে পারে।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
লেবানন ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে