কিরগিজস্তান ট্যুরিস্ট ভিসা
কিরগিজস্তান ট্যুরিস্ট (TS) ভিসা একজন আবেদনকারীকে ইস্যু করা হয় ৬০ দিনের জন্য যদি আপনি পর্যটনের উদ্দেশ্যে কিরগিজ প্রজাতন্ত্রে যেতে ইচ্ছুক থাকেন। আপনি যদি ইনভাইটেশনের ব্যবস্থা করতে না জানেন, তাহলে সঠিক নির্দেশনার জন্য আমাদের ইন্সট্যান্ট কনসাল্টেশন সার্ভিস নিন।
আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি।
৩. ভিসা আবেদনপত্র সম্পূর্নরূপে পূরণ এবং স্বাক্ষরিত।
৪. আবেদনকারীর কাছ থেকে কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, উদ্দেশ্য এবং ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কে দায়ী থাকবে ইত্যাদি উল্লেখ থাকবে। লেটারটি যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।
৫. কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মাধ্যমে ইস্যু করা একটি ইনভাইটেশন লেটার, ভিসা সমর্থনের সংখ্যা নির্দেশ করে।
৬. একটি কিরগিজস্তান ট্যুর অপারেটর কর্তৃক জারি করা ভিসা অনুরোধ পত্রের মূল বা অনুলিপি যাখানে বিস্তারিত ঠিকানা, আবেদনকারীর পাসপোর্টের বিশদ বিবরণ এবং তারিখ সহ অভিপ্রেত ভ্রমণের কারণ উল্লেখ থাকবে।
৭. প্রতিদিনের ভ্রমণ যাত্রাপথ।
৮. কিরগিজস্তানের জন্য রাউন্ড এয়ার টিকেট বুকিং।
৯. আবেদনকারীর বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাংক সিল এবং স্বাক্ষর সহ। যদি কেউ স্পন্সর করে থাকেন তাহলে স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট।
১০. ১৮ বছরের কম বয়সীদের জন্য বার্থ সার্টিফিকেট কপি, এবং আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট কপি।
visa bangladesh
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
কিরগিজস্তান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে