কলম্বিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

কলম্বিয়া ভিসা

আপনি নিশ্চয়ই জানেন কলম্বিয়ার কোন দূতাবাস বাংলাদেশে না থাকায় বাংলাদেশিদের ভারতের নিউ দিল্লি থেকে ভিসা প্রসেস করতে হয়।

স্টিকার ভিসা টিমের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকেই কলম্বিয়ার ভিসা প্রসেসিং এর জন্য লজিস্টিকাল সাপোর্ট পাবেন। আপনার অরিজিনাল পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন স্টিকার ভিসার মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে।

আপনার ডকুমেন্টস এবং পাসপোর্ট আমরা হাতে পেলে তা নিউ দিল্লিতে কলম্বিয়ার ভিসা অফিসে পাঠিয়ে দিব।

 

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. সকল অরিজিনাল পাসপোর্ট।

২. অনলাইনে পূরণকৃত ভিসা আবেদনপত্র।

৩. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

. ভ্রমণের কারণ উল্লেখ করে ভ্রমণ পরিকল্পনাসহ কভার লেটার।

৫. কলম্বিয়ান হোস্ট বা ইনভাইটার থেকে ইনভাইটেশন লেটার।

৬. ফরোয়ার্ডিং লেটার/NOC: আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়, কলম্বিয়া কনস্যুলেট, নিউ দিল্লি বরাবর পাঠাতে হবে।

৭. ট্রেড লাইসেন্সঃ ইংরেজি বা প্রতিষ্ঠানের অনুবাদিত নোটারাইজড সংস্করণ।

৮. এয়ার টিকেট বুকিং কপি এবং হোটেল রিজার্ভেশন কপি।

৯. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।

১০. নিয়োগকর্তা থেকে গত ৬ মাসের বেতন বিবরণী/পে স্লিপ।

১১. TIN/আয়কর রিটার্ন কপি (যদি থাকে)।

১২. বিবাহের সার্টিফিকেট (যদি থাকে)।

১৩. সন্তানদের বার্থ সার্টিফিকেট (যদি থাকে)।

১৪. পূর্ববর্তী ভিসা রিফিউজাল (যদি থাকে)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে। ইনভাইটেশন লেটার, কভার লেটার, ফরোয়ার্ডিং লেটার এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে।

 বাংলাদেশ থেকে কলম্বিয়া ভিসা

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ অনুযায়ী ভিসা ফি এবং আমাদের চার্জ ধার্য হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে আমরা সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দিব।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

Colombia Visa from Bangladesh

স্টুডেন্ট ভিসা

আপনি যদি পড়াশোনার জন্য কলম্বিয়া পছন্দ করে থাকেন তাহলে স্টিকার ভিসা আছে সব ধরণের সহায়তার জন্য। সেরা বিশ্ববিদ্যালয় বাছাই করা থেকে শুরু করে পরবর্তী সব ধরণের সহায়তা আমরা দিব।

 

আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।

কলম্বিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে