ক্রোয়েশিয়া ভিসা
ক্রোয়েশিয়া সাধারণত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভিসা দিয়ে থাকে। আপনি যদি ক্রোয়েশিয়ার ভিসা আবেদন নিয়ে সমস্যায় থেকে থাকেন তাহলে স্টিকার ভিসা-ই হতে পারে আপনার প্রথম পছন্দ।
আপনি শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন।
আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টস আমরা হাতে পাওয়া মাত্রই তা প্রসেসিং এর জন্য ভারতের নিউ দিল্লিতে ক্রোয়েশিয়া ভিসা অফিসে পাঠিয়ে দিব।
ক্রোয়েশিয়ার সব ধরণের ভিসা ক্যাটাগরি এবং চেকলিস্ট জানতে এখানে ক্লিক করুন।
ব্যবসায়িক ভিসা সাধারণ ডকুমেন্টস
১. ভিসা আবেদনপত্র। ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২. নূন্যতম ৩ মাস মেয়াদি পাসপোর্ট এবং ব্যাক টু ব্যাক কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
৩. ১টি রঙিন ছবি
৪. নূন্যতম কভারেজ সহ ভ্রমণ স্বাস্থ্য বীমা।
৫. ভ্রমণের অবস্থান এবং উদ্দ্যেশ উল্লেখিত কভার লেটার।
৬.PNR সহ টিকিট বুকিং কপি।
৭.ক্রোয়েশিয়ায় থাকার উদ্দেশ্যের প্রমাণ।
৮.তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৯.তিন বছরের আয়কর রিটার্ন।
১০.তিন মাসের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট।
১১. কোম্পানিতে কর্মচারীর অবস্থান,চাকরির বছর,ছুটি এবং গত ৩ মাসের বেতনের সার্টিফিকেট উল্লেখিত কোম্পানির অফিসিয়াল লেটারহেডে নিয়োগকর্তার জারি করা চিঠি।
১২.স্টুডেন্ট এর ক্ষেত্রে স্কুল/বিশ্ববিদ্যালয় কর্তৃক ছুটি এবং আইডির কপি।
১৩.হোটেল বুকিং কপি।
১৪.জমা দেয়ার জন্য অনুমোদনপত্র যা আমাদের অফিসে স্বাক্ষর করতে হবে।
cambodia embassy in bangladesh
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
নোট আবেদনকারীর অতিরিক্ত ডকুমেন্টস লাগতে পারে বা ভিসা অফিসার দ্বারা ব্যাক্তিগত ইন্টারভিউ এর জন্য জিজ্ঞাসা করা হতে পারে।
croatia visa from bangladesh
ভিসা ফি এবং চার্জ
ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেয়ার তারিখ থেকে আনুমানিক ৩ থেকে ৫ সপ্তাহ।
অ্যাপয়নমেন্টের জন্য ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
ক্রোয়েশিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে